বানর থাকে মানুষ এসেছে না মানুষ থেকে বানর? IIRC india / Er Badsha Bahoram
ইতিহাসের পাতায় পাতায় আমদেরকে পড়ানো হয় যে, বানোর থেকে নাকি ধাপে ধাপে আমারা এই মানুষের রূপ পেয়েছি। অথচ আমরা জানি আমাদের আদি পিতা বা বাবা বা আব্বা জান আদম (আ:)। তবে কেনো বানর থাকে মানুষ এসেছে এইগুলি পড়ানো হয় ?
আপনারা মানুষ বানরে পরিণত হওয়ার সত্য কাহিনী কি জানেন?
হযরত দাউদ (আ:) এর
যুগে বনী ইসরাইলদের জন্য ইবাদতের
দিন ছিল শনিবার। এ
উপলক্ষে শনিবারে বনী ইসরাইলদের
জন্য সকল দুনিয়াবী কাজ নিষিদ্ধ ছিল।
তাদের প্রধান পেশা ছিল মাছ শিকার
করা। মাছ শিকার
করে তারা জীবিকা নির্বাহ করতো।
দাউদ (আঃ) ঐ এলাকার
মানুষকে শনিবারে মাছ ধরতে নিষেধ
করেন। কিন্তু তারা শনিবার বাধঁ
দিয়ে অর্থাৎ মাছ ধরার ফাঁদ বা জাল
সমুদ্রে ফেতে রাখতো এবং পরদিন
ফাদেঁ আটকা পড়া মাছগুলো ধরতো। যেহেতু
শনিবার ইবাদতের দিনে সকাল পার্থিব
কাজ নিষিদ্ধ ছিল। তাদের এ কৌশল
থেকে বিরত থাকতে মহান আল্লাহর
নির্দেশ আসে। তারা আল্লাহ পাকের
নির্দেশ অমান্য করে এভাবে মাছ
ধরা অব্যাহত রাখে।
ফলে আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট
হয়ে যান এবং গজবস্বরপ তাদের
সবাইকে বানরে পরিনত করে দেন।
এ বিষয়ে আল্লাহ পাক পবিত্র
কুরআনে বলেন- “আর তোমাদের
মধ্যে যারা শনিবার
সম্পর্কে সীমালংঘন করেছিল তাদের
সম্পর্কে তোমরা নিশ্চিতভাবে জেনেছিলে।
ফলে আমরা তাদেরকে বলেছিলাম,
‘তোমরা ঘৃণিত বানরে পরিণত
হয়ে যাও।”-[সূরাহ বাকারাহ : ৬৫]
তাহলে এই জন্যেই কি তারা উল্টো করে বলে যে বানর থেকে মানুষ হয়েছে?
--Badsha Bahoram
0 coment rios: